২০ লাখে সুবাহ’র বিষয়টি মীমাংসা হয়েছে: ইলিয়াস
কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে করা মামলাটি ২০ লাখ টাকায় মীমাংসা করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।
আজ সোমবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ইলিয়াস হোসাইন।
ইলিয়াস বলেন, 'আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে আমরা উপস্থিত ছিলাম। বিচারক মামলাটির সাক্ষ্য ও যুক্তি উপস্থাপন শেষ করে রায়ের জন্য আগামী ২৭ জুলাই দিন ধার্য করেন।'
সুবাহ আদালতকে বলেন, 'আমরা পারিবারিকভাবে টাকা নিয়ে মামলার মীমাংসা করেছি। টাকা আমি বুঝে পেয়েছি। এখন ইলিয়াসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।'
Comments