পাকিস্তানি মুদ্রার আরও দরপতন, ১ ডলারে ২৩৬ রুপি

রয়টার্স ফাইল ফটো

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। আজ বুধবার আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি মুদ্রা ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন ২৩৬.০২ রুপিতে পৌঁছেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যদ ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) জানিয়েছে, গতকাল ডলারের বিপরীতে রুপির দর ছিল ২৩২.৯৩। আজ আরও দরপতন হয়ে প্রতি ডলারের বিপরীতে ২৩৬.০২ রুপিতে নেমে এসেছে।

ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (এফএপি) চেয়ারম্যান মালিক বোসতান বলেন, রুপিকে স্থিতিশীল করতে ডলারের প্রবাহ বাড়ানোর প্রয়োজন ছিল। যেসব রপ্তানিকারক যথাসময়ে তাদের আয় দেশে ফিরিয়ে আনছেন না, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

ট্রেসমার্কের স্ট্র্যাটেজি প্রধান কমল মনসুর ডনকে বলেন, যতদিন ডলারের ঘাটতি থাকবে ততদিন রুপির ওপর চাপ অব্যাহত থাকবে। এক্সচেঞ্জ কোম্পানিগুলি তাদের ইনভেন্টরি অফলোড করছে এবং কিছু ঘাটতে পূরণে ব্যাংকে ডলার বিক্রি করছে, তবে চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি।

মেটটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাছির বলেন, জুলাই মাসে আমদানিকারকদের চাহিদা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

7h ago