শাবিপ্রবি শিক্ষার্থী হত্যা: ৩ জন গ্রেপ্তার

বুলবুল আহমেদ। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী।

তিনি জানান, গত সোমবার রাত ও মঙ্গলবার সকালে আটককৃত সন্দেহভাজন ৩ জনের মধ্যে কামরুল ইসলাম নামে ১ জন হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করলে তার দেওয়া তথ্যে গত রাতে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পেছনে টিলাগাও এলাকায় কামরুলের বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।

অভিযান এখনো চলছে উল্লেখ করে অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন আজবাহার আলী শেখ।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago