গল্পকার ও অভিনয়শিল্পীর খোঁজে

আরটিভি ও প্রিয়ন্তীর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন গল্পকার ও অভিনয়শিল্পী খোঁজার আয়োজন ‌'আরটিভি ফিকশন ফিয়েস্তা ইন অ্যাসোসিয়েসন উইথ প্রিয়ন্তী'। 

দেশের তারকা অভিনয়শিল্পীরা এসব নাটকের মূল চরিত্রে অভিনয় করবেন ও নাটকের গল্পকার তৈরির জন্য এই আয়োজন। 

আরটিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

ইতোমধ্যে শুরু হয়ে গেছে কার্যক্রম। নতুন গল্পকারদের গল্প ও অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত দুটি করে একক নাটক প্রতি সপ্তাহে প্রচারিত হবে আরটিভিতে। বছর শেষে প্রচারিত মোট ১০০টি একক নাটক থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচিত সেরা অভিনয়শিল্পী ও সেরা গল্পকারদের পুরস্কৃত করা হবে।

যারা অভিনয়শিল্পী হতে চান তারা তাদের অভিনয়ের সর্বোচ্চ ১ থেকে ২ মিনিটের ভিডিও ক্লিপ এবং যারা নাটকের গল্পকার হতে চান তারা গল্প লিখে রেজিস্ট্রেশন করতে পারেন। 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত। পিডিএফ ফাইল করে Rtv Fiction Fiesta ফেইজ বুক পেজে ইনবক্স করতে পারেন। 

চাইলে rtvfictionfiesta@gmail.com- এই ই-মেইলে পাঠিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। 
 

Comments