‘বিকৃত’ পতাকার ছবি ফেসবুক পেজ থেকে সরিয়েছে পাকিস্তান হাইকমিশন
বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা একীভূত করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করা ছবিটি সরিয়েছে পাকিস্তান হাইকমিশন।
আজ রোববার দুপুর ১টার দিকে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের কভারে শুধু দেশটির জাতীয় পতাকার ছবি দেখা গেছে।
এর আগে পাকিস্তান হাইকমিশন যেভাবে তাদের ফেসবুক পেজে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা ব্যবহার করেছে তাতে আপত্তি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকালে মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমরা আশা করি পাকিস্তান হাইকমিশন এটি প্রত্যাহার করবে।'
পাকিস্তান হাই কমিশন সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করে। এর পর থেকে সেই ছবি নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়।
তবে পাকিস্তান হাইকমিশন বলেছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, অন্যান্য অনেক বন্ধুপ্রতীম দেশের ক্ষেত্রেও তারা তাদের সামাজিক প্লাটফর্মে পতাকার ছবি সেভাবে ব্যবহার করেছে। কোনো খারাপ উদ্দেশ্য নেই।
Comments