ব্রাহ্মণবাড়িয়ায় ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ৩

বিজয়নগরে বাস-সিএনজি-পিকআপ-কাভার্ড ভ্যানের চতুর্মুখী সংঘর্ষে ৩ জন নিহত হন। ছবি: মাসুক হৃদয়

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে বাস-সিএনজি-পিকআপ-কাভার্ড ভ্যানের চতুর্মুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। আরশাদুল্লাহ পটুয়াখালীর খালেক মিয়ার ছেলে। অন্যান্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ৩ জনই পুরুষ।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান, সিলেট অভিমুখী মডার্ন পরিবহনের একটি বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ও কাভার্ডভ্যানের চতুর্মুখী সংঘর্ষে ঘটনাস্থলে বাসের ৩ যাত্রী নিহত হন। এই ঘটনায় বাস ও সিএনজি অটোরিকশার অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

25m ago