নড়াইলের সেই ‘ফেসবুক পোস্টদাতা’ ৩ দিনের রিমান্ডে

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার কলেজ শিক্ষার্থী আকাশ সাহাকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মোরশেদুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আকাশ সাহাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।'

আকাশ সাহাকে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৬ জুলাই রাতে দিঘলিয়া গ্রামের বাসিন্দা সালাহ উদ্দীন কচি বাদী হয়ে আকাশ সাহার বিরুদ্ধে মামলা করেছিলেন।

দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত শুক্রবার সেখানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সেদিন ইট-পাটকেল নিক্ষেপ করে সাহাপাড়া মন্দিরের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করা হয়।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে এবং সন্ধ্যায় আকাশের বাবাকে হেফাজতে নেয় পুলিশ।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

38m ago