হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Habigonj-1.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার টোল প্লাজার সামনে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ ঘটনায় আহত ২ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

19m ago