বগুড়ায় যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

bogura_accident_15jul22.jpg
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬ জন।

আজ শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে উপজেলার ঘোগাবটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার সিদ্দিকুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ৩টা ৫ মিনিটে আমরা দুর্ঘটনার তথ্য পাই। ঘটনাস্থল থেকে একজন পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় ৭ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকিরা সেখানেই চিকিৎসাধীন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইনস্পেকটর) বানিউল আনাম ডেইলি স্টারকে বলেন, এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশন অফিসার নাদির হোসেন বলেন, নওগাঁ থেকে একটি বাস যাত্রী নিয়ে গাজীপুরের কালিয়াকৈরের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ৩ জনের মরদেহ শজিমেক মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

9h ago