শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের দুই গ্রুপের সংঘর্ষ

শ্রীলঙ্কার কলম্বোতে বিক্ষোভকারীরা প্রধামন্ত্রীর বাসভবনে প্রবেশের পর দিন একজন বিক্ষোভকারী বাগানে হাঁটছেন। ১০ জুলাই, ২০২২। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউজ ওয়ার জানায়, আহতদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত ৯ জুলাই সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ভবনে হামলা চালানোর পর এটি দখল করে নেয়। সেদিন কলম্বোয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

1h ago