গায়ানায় ভেজা মাঠে টস হতে দেরি

Providence Stadium, Guyana
ছবি: রবিউল ইসলাম মিল্টন/ওয়ালটন

গায়ানায় সকাল থেকেই ছিল ঝুম বৃষ্টি, প্রবল বর্ষণে ম্যাচ নিয়েই জেগেছিল শঙ্কা। তবে খেলা শুরু ঘন্টা দুয়েক আগে থেকে বৃষ্টি সরে দেখা দেয় ঝলমলে রোদ। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হতে পারেনি।

স্থানীয় সময় দুপুর দেড়টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে দুপুর ১টায় টস হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। টস হতে দেরি হওয়ায় ম্যাচ শুরুর সময়ও নিশ্চিতভাবে পিছিয়ে যাচ্ছে।

বৃষ্টি বাধায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিও ভেস্তে গিয়েছিল। কয়েক দফার বৃষ্টির মধ্যে বাংলাদেশ ব্যাট করেছিল ১৩ ওভার। এরপর আর খেলা হয়নি। ডমিনিকায় এরপর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোরকম লড়াই ছাড়া ৩৫ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গায়ানায় আজ শেষ ম্যাচে তাই বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই।

 

Comments