আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত লিখনের মৃত্যু
সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত মো. লিখন (১৮) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা ইউসুফ আলী দ্য ডেইলি স্টারকে লিখনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'হাসপাতালের রিপোর্টে দেখা গেছে- লিখনের মাথায় গুরুতর আঘাত পেয়েছে এবং ট্রমাটিং হেড ইনজুরির কারনে মারা গেছে। বর্তমানে আশুলিয়া থানা পুলিশ মরদেহের সুরতহাল করছেন।'
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত মো. লিখন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ভয়নগর থানার আব্দুল মজিদের ছেলে৷ সে পলাশবাড়ী এলাকায় থেকে কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।'
তিনি আরও বলেন, 'গতকাল পলাশবাড়ীর ইস্টার্ন হাউজংয়ে কিছু বখাটে কিশোর মারামারি করেছে। তাদের একজন হাসপাতালে আছে। এমন ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়ে লিখনকে দেখে আসি। আজ সে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।'
সাভার মডেল থানার ডিউটি অফিসার সাজ্জাদ উজ জামান বলেন, 'মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।'
Comments