‘মাদক সেবন করে গাড়ি চালাবেন না, সড়ক দুর্ঘটনায় আমাকে মারবেন না’

ছবি: সংগৃহীত

'মাদক সেবন করে গাড়ি চালাবেন না, সড়ক দুর্ঘটনায় আমাকে মারবেন না' শ্লোগানের মাধ্যমে সড়কে চালকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা।

ঢাকা আহ্‌ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর বাস্তবায়িত রোড সেফটি প্রকল্প আয়োজিত সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের শেষ দিন ছিল আজ সোমবার। ক্যাম্পেইনের শেষ দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, সে বছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যু হয় ১২ লাখ ৫২ হাজার ৭১ জনের। এর মধ্যে মাদক সেবনের কারণে ৩৯ হাজার ৬ শত ২৫ জন এবং মদ্যপানে ১ লাখ ৮৮ হাজার ১৫১ জন মারা যান। নেশা জাতীয় দ্রব্য সেবনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশেও পিছিয়ে নেই। বিশেষ করে রাতের বেলায় দূরপাল্লার ভারী যানবাহন চালকরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান এবং সড়ক দুর্ঘটনার শিকার হন।

এ ছাড়াও, সড়ক দুর্ঘটনার অন্যান্য কারণের মধ্যে আছে- দ্রুত গতিতে গাড়ি চালানো, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ, ফিটনেসবিহীন গাড়ি চালানো, মোটরযানে মানসম্মত হেলমেট ব্যবহার না করা, সিটবেল্টের অপর্যাপ্ততা, যানবাহনে শিশুদের জন্য নিরাপদ আসন না থাকা ইত্যাদি।

ঢাকা আহ্‌ছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সপ্তাহব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্যাম্পেইনের আয়োজন করে।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

15h ago