টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

Toss

বৃষ্টি ও ভেজা মাঠের কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডমিনিকায় টস হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দু'দিনের বৃষ্টিতে খেলা নিয়েই তৈরি হয় শঙ্কা। তবে ম্যাচের ঘণ্টা দেড়েক আগে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা যাচ্ছিল না। মাঠ প্রস্তুত করতে তাই চলে দীর্ঘ প্রতীক্ষা।  নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪৫ মিনিট পর স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে হয় টস। খেলার ব্যাপ্তিও কমে গেছে স্বাভাবিকভাবেই। ২০ ওভারের বদলে ম্যাচ হবে ১৬ ওভারের। পাওয়ার প্লে ৫ ওভার। কেবল একজন ৪ ওভার বোলিং করতে পারবেন। বাকিরা বল করতে পারবেন ৩ ওভার করে।

আবহাওয়া মেঘলা থাকায় আগে বোলিং করার কথা জানান উইন্ডিজ কাপ্তান নিকোলাস পুরান। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও জানান টস জিতলে আগে বোলিং নিতেন তিনিও। 

লম্বা সময় পর দলে এসে একাদশেও অনুমিতভাবে এসেছেন এনামুল হক বিজয়। তার সঙ্গে ইনিংস ওপেন করবেন মুনিম শাহরিয়ার। পেসার তাসকিন আহমেদকেও একাদশের বাইরে রেখেছে বাংলাদেশ। খেলছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

সাকিব আল হাসানের পাশাপাশি বাঁহাতি স্পিনে আছেন নাসুম আহমেদও। শেখ মেহেদী থাকছেন অফ স্পিনে।

অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ। এবার সীমিত ওভারের ক্রিকেটে ভিন্ন ফলের আশায় নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি একই ভেন্যুতে। ৭ জুলাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে গায়ানায়। এরপর গায়ানাতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। 

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

 

Comments