প্রথম টি-টোয়েন্টির টস হতে দেরি

ডমিনিকায় দু'দিন ধরেই প্রবল বৃষ্টি। বৃষ্টির কারণে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরও নির্ধারিত সময়ে টস হতে পারেনি।

শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় টস হওয়ার কথা ছিল। তার এক ঘন্টা আগে থেকে বৃষ্টি না থাকলেও মাঠ ভেজা থাকায় টসের পরিস্থিতি তৈরি হয়নি। আম্পায়াররা সাড়ে ১১টায় আবার মাঠ পর্যবেক্ষণ করতে যান। কিন্তু তারা সন্তুষ্ট না হওয়ায় নতুন সময় ঠিক করেন স্থানীয় সময় দুপুর দুইটা (বাংলাদেশ সময় রাত ১২টায়)।

ম্যাচের পরিস্থিতি বলছে, হয়ত পুরো ২০ ওভারের খেলা হবে না। আর বৃষ্টি না হলে কিছু ওভার কেটে ডি/এলএস মেথডে খেলা হতে পারে।

অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ। এবার সীমিত ওভারের ক্রিকেটে ভিন্ন ফলের আশায় নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি একই ভেন্যুতে। ৭ জুলাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে গায়ানায়। এরপর গায়ানাতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল।

Comments