মোবাইল কেনা-বেচা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬০

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আলমপুরে মোবাইল ফোন কেনা-বেচা নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে দু'গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।

আজ শুক্রবার সন্ধ্যায় ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত মামুন মিয়া (৩৫) আলমপুর গ্রামের আমির হামজার ছেলে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দৌস মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বৃহস্পতিবার আলমপুর গ্রামের ২ যুবকের মধ্যে মোবাইল কেনা-বেচা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাদের বুঝিয়ে শান্ত করেন। কিন্তু, আজ বিকেলে বিষয়টি নিয়ে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।'

তিনি আরও বলেন, 'খবর পেয়ে হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণ করেন বলে জানান ওসি।

সদর হাসপাতালের চিকিৎসক এসএম শরীফুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুকে আঘাতের কারণে মামুনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। বুকে টেঁটাবিদ্ধ অবস্থায় তাকে সিলেট পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

15m ago