চলতি অর্থবছর বাণিজ্য ঘাটতি হতে পারে ৩৩ বিলিয়ন ডলার
দেশের রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের বাণিজ্য ঘাটতি ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
আজ বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংক এ ধারণার কথা জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০২১-২২ অর্থবছরের বাণিজ্য ঘাটতি ধরেছিল ২৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
কিন্তু চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছিল ২৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
নতুন মুদ্রানীতি অনুযায়ী, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে মোট বাণিজ্য ঘাটতি আরও বেড়ে ৩৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার হতে পারে।
এ লক্ষ্যমাত্রা ২০২১-২২ অর্থবছরের মুদ্রানীতির প্রাথমিক ধারণার চেয়ে বেশি।
Comments