ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা বাড়াচ্ছে বৃষ্টি

The start of Day 4 has been delayed due to a wet outfield in St Lucia.
মাঠ শুকানোর কাজ চলছে। ছবি- আইসিসি

আগের দিন বৃষ্টি-বাধায় ৯০ ওভারের মধ্যে হতে পেরেছিল ৫৬.৩ ওভার। সেন্ট লুসিয়ায় চতুর্থ দিনের সকালেও হয়েছে প্রবল বৃষ্টি। তাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা পড়েছে বাধার মুখের।

চতুর্থ দিনে মিরাকল কিছু না হলে অনেকটা আনুষ্ঠানিকতার সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৭৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ১৩২ রানেই যে হারিয়ে বসেছে ৬ উইকেট।

হাতে ৪ উইকেট নিয়ে এখনো ৪২ রানে পিছিয়ে সাকিব আল হাসানের দল। অর্থাৎ ইনিংস হারও উঁকি দিচ্ছে বাংলাদেশের। ইনিংস হার এড়ানোর জায়গায় যদি যাওয়ায় যায় তবু কত আর লিড দেওয়া যাবে।

এই ম্যাচের ফলাফলের সম্ভাবনায় তাই কেবল ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই আভাস স্পষ্ট। বৃষ্টি সেদিক থেকে অনেকটা স্বস্তি বাংলাদেশের।

সোমবার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ভোর থেকে শুরু হয় বৃষ্টি। টানা দুই ঘণ্টার প্রবল বৃষ্টিতে মাঠের অবস্থা হয়ে পড়ে বেগতিক। খেলা শুরুর সময় বৃষ্টি না থাকলেও উইকেট ও আউটফিল্ড ভেজা থাকায় অপেক্ষা বাড়ছে। বাংলাদেশ সময় রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে বৃষ্টি নেই। সুপার সাপার দিয়ে মাঠ শুকানোর কাজ চলছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে নেবেন সিদ্ধান্ত।

তবে এরমাঝে আবার বৃষ্টি নামলে সব আয়োজনই যাবে বৃথা, বাড়বে আরও অপেক্ষা।

কঠিন চ্যালেঞ্জের মুখে ১৬ রান নিয়ে ক্রিজে আছেন নুরুল হাসান সোহান, কোন রান না করে তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

Comments

The Daily Star  | English

Produce in US or pay tariffs

US President Donald Trump issued a blunt warning to global elites in a video message to the World Economic Forum yesterday: Make your product in the United States or pay tariffs.

3h ago