পুলিশের ‘চাঁদাবাজি’র প্রতিবাদে সাভারে অটোরিকশাচালকদের বিক্ষোভ

পুলিশের 'চাঁদাবাজি'র প্রতিবাদে সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এক হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা চালক বিক্ষোভ করছেন।

আজ সোমবার দুপুর ১২টায় এই বিক্ষোভ শুরু হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

সেসময় তারা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে, ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। কয়েকটি যাত্রীবাহী বাসে ঢিল ছোড়া হয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বিক্ষোভকারী অটোরিকশা চালক ইউনুস আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়কে ওঠলেই ব্যাটারিচালিত বড় চাকার গাড়িকে ৫ হাজার ২০০ টাকা ও ছোট চাকার গাড়িকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।'

মাঝে-মাঝে এর স্লিপ দেওয়া হয় বলেও তিনি জানান।

ছবি: স্টার

'অটোরিকশা চালকরা কারো মাধ্যমে সংগঠিত হয়ে রাস্তায় নেমেছেন। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে,' উল্লেখ করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'এটি চাঁদাবাজির বিষয় না। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে জরিমানা করা হয়। সেই জরিমানার স্লিপ তাদের দেওয়া হয়।'

অটোরিকশাচালকদের বিক্ষোভ চলাকালে মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সেসময় ২ পাশে যানবাহন আটকা পড়ে।

আশুলিয়া থানার ওসি এইচএম কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।'

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

21m ago