দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাব থেকে অন্তত ১৭ মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন শহরের একটি নাইটক্লাবে অন্তত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে।
আজ রোববার ভোরে এনিওবেনি ট্যাভার্ন নামের ওই নাইটক্লাবে মরদেহগুলো পাওয়া যায়। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন শহরের একটি নাইটক্লাবে অন্তত ১৭ জনের মরদেহ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ রোববার ভোরে এনিওবেনি ট্যাভার্ন নামের ওই নাইটক্লাবে মরদেহগুলো পাওয়া যায়।

সেখান থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলেও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের এক মুখপাত্র নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে বলেন, 'ওই নাইটক্লাবে কী ঘটেছিল তা আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি  তদন্তাধীন।'

ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, 'এ পর্যায়ে এসে আমরা বিষয়টি নিয়ে কোনো জল্পনা-কল্পনা করতে চাই না।'

ইস্টার্ন কেপ প্রদেশের ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবা কর্মী মোতায়েন রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মরদেহ স্বজনদের এখনো দেখতে দেওয়া হয়নি। স্থানীয়রা নাইটক্লাবটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইস্টার্ন কেপ প্রদেশের পুলিশ কমিশনার নমথেথেলেলি লিলিয়ান মেনে এসএবিসি নিউজকে বলেন, 'নাইটক্লাবের ভেতর সম্ভবত পদদলিতের একটি ঘটনা ঘটেছিল।'

তবে বিবিসি এই দাবির সত্যতা এখনো যাচাই করতে পারেনি।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago