যেভাবে দূর করবেন মার্বেল টাইলসের দাগ

ছবি: সংগৃহীত

এখন অনেক বাড়িতেই মার্বেলের টাইলস ব্যবহার করতে দেখা যায়। রান্নাঘর আর বাথরুমে এই টাইলস ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। বিভিন্ন কারণেই আপনার বাথরুমে লাগানো টাইলসে দাগ পড়ে যেতে পারে। ব্যাকটেরিয়া ও জীবাণুর কারণে এমন দাগ পড়ার সম্ভাবনা বেশি। তাই কীভাবে আপনার শখের টাইলস পরিষ্কার রাখবেন তার কিছু উপায় জেনে নিন।

ডিশ ওয়াশিং সোপ

টাইলসে লালচে বা গোলাপি বর্ণের যে দাগগুলো দেখা যায়, তা সাধারণত ডিশ ওয়াশিং সোপ দিয়ে ঘষামাজা করলেই উঠে যাবে। খুব বেশি ঘষামাজা করতে হবে না। তবে কঠিন জায়গা থেকে দাগ তুলতে হলে অবশ্যই চিকন ব্রাশ ব্যবহার করতে হবে। কম দাগের জন্য যদি শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করা হয়, তাতে টাইলসেরই বেশি ক্ষতি হবে।

ক্লোরিন ব্লিচ

কিছু দাগ মার্বেল টাইলসে পুরাতন একটি ভাব আনে। সেক্ষেত্রে ক্লোরিন ব্লিচের সঙ্গে সমপরিমাণ পানি মিলিয়ে দাগযুক্ত জায়গায় ঢেলে দিতে হবে। ৫ মিনিট পর শুকনো কাপড় দিয়ে মুছে দাগযুক্ত জায়গা পরিষ্কার করে ফেলতে হবে। এরপরেও দাগ থেকে গেলে আবার একই প্রক্রিয়া চালাতে হবে।

রাস্ট রিমুভার

দীর্ঘদিন ধরে জমে থাকা লালচে বা কমলা-বাদামি দাগগুলোকে রাস্ট বলে। এই ধরনের দাগ ওঠানোর জন্য ব্যবহার করতে পারেন রাস্ট রিমুভার। তবে রাস্ট রিমুভার যদি অনেক বেশি কেমিক্যাল বেজড হয়, তাহলে তা আপনার মার্বেলের ক্ষতি করে ফেলতে পারে। তাই বাজারে গিয়ে দেখেশুনে ভালো মানের রাস্ট রিমুভার নির্বাচন করুন।

হাইড্রোজেন পার-অক্সাইড

কিছু অর্গানিক দাগ থাকে যেগুলো খুব সহজেই হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করে সহজেই দূর করা যায়। সেক্ষেত্রে যদি আপনার মার্বেল কিছুটা ডার্ক কালারের হয়, তাহলে তা অনেক সময় হালকা হয়ে যেতে পারে। তাই হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করার সময় সাবধানে ব্যবহার করুন।

এ ছাড়া সঠিক নিয়মে নিয়মিতভাবে যদি মার্বেল টাইলস পরিষ্কার করা হয় তাহলে অনেকদিন পর্যন্ত তা অক্ষত অবস্থায় থাকে। অনেকে এটি পরিষ্কারের জন্য নিয়মিত ভিনেগার বা লেবুর রস ব্যবহার করেন, যা অনেক উপকারী।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago