পদ্মা সেতু: মিথ্যা গল্প তৈরিকারীদের চিহ্নিত করতে রুল শুনানি সোমবার
পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প তৈরির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার প্রশ্নে প্রায় ৫ বছর আগে স্বতঃপ্রোণদিত (সুয়োমটো) রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগামীকাল সোমবার এই রুল শুনানির দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলেপদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প তৈরির নেপথ্যে থেকে ষড়যন্ত্রে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে কমিশন বা কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা–ও জানতে চাওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগসচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।
Comments