‘পদ্মা সেতু আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার শক্তি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু শুধু ইট, সিমেন্ট, লোহা, কংক্রিটের একটি অবকাঠামো নয়। এ সেতু আমাদের অহংকার, এ সেতু আমাদের গর্ব, আমাদের সক্ষমতা, আমাদের মর্যাদার শক্তি। এ সেতু বাংলাদেশের জনগণের।

তিনি বলেন, ষড়যন্ত্রের কারণে এই সেতু নির্মাণে ২ বছর দেরি হয়েছে। সব অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা করতে সক্ষম হয়েছি। সেতুর প্রতিটি স্তম্ভ বাংলাদেশের প্রতিচ্ছবি।

 

আজ শনিবার পদ্মা সেতুর উদ্ধধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি দেশবাসী ও প্রবাসীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। 

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: স্টার

সেতুর সঙ্গে জড়িত অধ্যাপক জামিলুর রেজাসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির অপবাদ দিয়ে অনেককেই মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে। আমারে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনসহ অনেককেই এর সঙ্গে জড়িয়ে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago