চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে ১১ অজগরের জন্ম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পরিবেশে ১১টি অজগরের বাচ্চার জন্ম হয়েছে।

প্রায় ৬৫ দিন ধরে ইনকিউবেটরে রাখা ডিম ফুটে আজ শুক্রবার বাচ্চাগুলো জন্ম নেয় বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ দ্য ডেইলি স্টারকে জানান, ছানাগুলোকে ১ মাস ইনকিউবেটরে রাখা হবে। ১৫ দিন পর এরা চামড়া বদল করবে। ধীরে ধীরে এদের খাবার দেওয়া হবে। এরপর এদের প্রকৃতিতে ছাড়া হবে।

এর আগে, ২০২১ সালের ২৩ জুন ইনকিউবেটরে থাকা অজগরের ৩১টি ডিম থেকে ২৮টি বাচ্চা ফুটেছিল। পরে সেগুলো প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

তারও আগে, ২০১৯ সালের জুনে চট্টগ্রাম চিড়িয়াখানায় তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগরের বাচ্চা ফোটানো হয়, যা পরে বন্য পরিবেশে ছাড়া হয়। বাংলাদেশে সেবারই প্রথমবারের মতো ইনকিউবেটরে অজগর জন্ম নেয়।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

19h ago