পদ্মা সেতু আপনার দৃঢ় সংকল্পের প্রতীক: শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পদ্মা সেতু একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আজ শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি পদ্মা সেতুর কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, 'ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সেতুটির উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী মাইলফলক। এটি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পেরও প্রমাণ।'

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, a prominent leader of the July uprising and current adviser to the interim government, recently sat down with The Daily Star's Wasim Bin Habib and Baharam Khan for a conversation on the nation's most pressing challenges and the path ahead.

12h ago