টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, মুমিনুলের বদলে একাদশে বিজয়
অ্যান্টিগায় প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টেও একই অবস্থা। টস জিতে পেস বান্ধব কন্ডিশনে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আভাস অনুযায়ী বাংলাদেশ একাদশে এসেছে দুই বদল। মোস্তাফিজুর রহমানের বদলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। প্রায় ৮ বছর পর টেস্টে নামছেন এনামুল হক বিজয়। তাকে জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে বাজে ফর্মে থাকা সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হককে।
শুক্রবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের উইকেটে আছে ঘাসের ছোঁয়া। দুই অধিনায়কই বলছে গতি ও বাউন্স থাকবে ভাল। এই উইকেটে টস জিতলে আগে ব্যাট করতেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টস হেরে আগে ব্যাট করতে হলেও উইকেটের কন্ডিশন তার কাছে অ্যান্টিগার চেয়ে ভাল মনে হচ্ছে। গতি ও বাউন্স থাকলেও অসমান বাউন্স না থাকায় স্বস্তি সাকিবের।
মোস্তাফিজ দ্বিতীয় টেস্ট খেলবেন না বলে শরিফুলকে উড়িয়ে নেওয়া হয়েছিল। তার একাদশে থাকা নিশ্চিত ছিল আগেই। দুই টপ অর্ডারের বাজে ফর্মে একাদশে জায়গা পাওয়া নিশ্চিত ছিল বিজয়েরও। তবে তিনি কার বদলে জায়গা পাবেন তা নিয়ে ছিল কৌতূহল। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তকে একাদশে রেখে বাইরে রাখা হয়েছে মুমিনুলকে।
শান্ত ও মুমিনুল দুজনেই গত ১৭ ইনিংসে করতে পেরেছেন একটি ফিফটি। এরমধ্যে গত নয় ইনিংসে এক অঙ্কের ঘরে আউট হয়ে নড়বড়ে অবস্থার জানান দেন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি করা মুমিনুল। তার বদলে নেওয়া হয়েছে বিজয়কে। তিনি সেন্ট লুসিয়াতেই সর্বশেষ টেস্টটা খেলেছিলেন ৭ বছর ৯ মাস ১১ দিন আগে। দুই টেস্টের মধ্যে বাংলাদেশের কোন ক্রিকেটারের এটাই সর্বোচ্চ বিরতি।
একাদশে একটি বদল এনেছে ক্যারিবিয়ানরাও। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটির বদলে অভিষেক হয়েছে পেসার অ্যান্ডারসন ফিলিপসের। অর্থাৎ পাঁচ পেসার নিয়ে নেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, এনক্রমা বনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জশুয়া দা সিলভা, রেমন রেইফার, আলজারি জোসেফ, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপস, জেডন সিলস।
Comments