পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য বুয়েটে ক্লাস বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দিতে আগামী ২৫ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী গত ১৮ জুন এ বিষয়ে একটি আবেদন দেয়।'

Comments

The Daily Star  | English