ভূমিকম্পে আফগানিস্তানে প্রায় ২ হাজার বাড়িঘর বিধ্বস্ত: জাতিসংঘ

আফগান রেড ক্রিসেন্টের চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন। ছবি:রয়টার্স

আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

বুধবার জাতিসংঘের এক দূতের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ১ হাজার এবং আহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার।

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহযোগিতা বিষয়ক সমন্বয়ক রমিজ আলাকবারভ সাংবাদিকদের বলেন, 'আমাদের ধারণা, সেখানে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অনেক বেশি হবে।'

'একটি আফগান পরিবারের সদস্য সংখ্যা গড়ে ৭-৮ জন', যোগ করেন তিনি।

কোনো কোনো বাড়িতে বেশ কয়েকটি পরিবার বাস করে বলেও উল্লেখ করেন তিনি।

কাবুল থেকে ভার্চুয়ালি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় আলাকবারভ বলেন, 'আফগানিস্তানের "ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষ" পাকতিকা প্রদেশে ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ও ৪-৫টি হেলিকপ্টার মোতায়েন করেছে। সেই সঙ্গে নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে।'

তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপে উদ্ধার কার্যক্রম চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'ধ্বংসস্তূপের ভেতরে উদ্ধার কার্যক্রম চালানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের নেই। এর জন্য আমাদের এখানকার "ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের" প্রচেষ্টার ওপর নির্ভর করতে হচ্ছে, যা এই ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা তৈরি করছে।'

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago