ওয়ানডে, টি-টোয়েন্টিও খেলতে পারছেন না ইয়াসির
প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। ধারণা ছিল সীমিত ওভারে ক্রিকেটে পাওয়া যাবে তাকে। তবে চোট সেরে না ওঠায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন এ ব্যাটার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন সংস্করণের দলেই ছিলেন ইয়াসির। টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে গত ১০ জুন পিঠে চোট পান। এরপর পরীক্ষা শেষে বিশ্রাম দেওয়া হয় তাকে। কিন্তু গত কয়েকদিনের বিশ্রামে তার লাম্বার মেরুদণ্ডের ডিসকোজেনিক পেইন না কমায় পুরো সফরই শেষ হয়ে যায় তার।
আদতে পুনর্বাসন প্রক্রিয়াই শুরু করতে পারেননি ইয়াসির। যে কারণে সেন্ট লুসিয়া থেকে দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। দেশে ফিরে বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়ায় থাকবেন এ ব্যাটার।
তার ইনজুরি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, 'যেমন ধারণা করা হয়েছিল, পিঠের চোট থেকে ইয়াসিরের সেরে ওঠা সেভাবে হচ্ছে না। সে এখনো পুনর্বাসনই শুরু করতে পারেনি। দুই সপ্তাহ পরও যেহেতু তার শারীরিক পরিশ্রমে মানা আছে, আমরা বলতে পারি, তার চোটের সময় দীর্ঘায়িত হবে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি ম্যাচগুলোতে সে থাকবে না।'
এরই মধ্যে ইয়াসিরের বদলি হিসেবে আট বছর পর টেস্ট দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। এরমধ্যেই সেন্ট লুসিয়ায় পৌঁছেছেন এ ক্রিকেটার।
Comments