বৃষ্টি থামলেও ৩ দিন ধরে পানিবন্দি চট্টগ্রামের নিচু এলাকার বাসিন্দারা

চট্টগ্রামের নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা আছে। ছবি: স্টার

চট্টগ্রামে বৃষ্টি কমলেও নগরীর বেশকিছু নিচু এলাকায় হাঁটু পানি জমে যাওয়ায় দুর্ভোগ কমেনি সেখানকার বাসিন্দাদের। 

আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত হালিশহর, আগ্রাবাদ, চাঁন্দগাও, বাকলিয়া বড় মিয়া মসজিদ গলি ও রাহাত্তারপুল উজির আলী শাহসহ অনেক এলাকায় পানি কমেনি।

ফলে ওই এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। টানা ৩ দিন ধরে পানিবন্দি হয়ে আছেন সেখানকার বাসিন্দারা।

শনিবার বাড়িতে যে পানি ঢুকেছিল তা এখনো বের হয়নি উল্লেখ করে রাহাত্তারপুল এলাকার উজির আলী শাহের গলির বাসিন্দা মাহমুদা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাড়ির সব মূল্যবান জিনিসপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। পরিবারের সবাইকে নিয়ে আমাদের এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয়েছে।'

নিচ তলার পানির ট্যাংকটি তলিয়ে যাওয়ায় ঘরে এক ফোঁটা পানি নেই উল্লেখ করে উজির আলী শাহ লেনের আরেক বাসিন্দা আব্দুল মাবুদ বলেন, 'আমার দুটি ছোট বাচ্চাকে এই দুর্যোগে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে।'

ওই এলাকার আরেক বাসিন্দা শিউলি দে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৩ দিন ধরে পানিবন্দি আছি…আমাদের চারপাশে সব জায়গায় পানি উঠেছে কিন্তু এক ফোঁটা খাবার পানি নেই।'

বাকলিয়া বড় মিয়া মসজিদ এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব কুতুব উদ্দিন বলেন, 'বুঝতে পারছি না ৩ দিন পরও কেন পানি কমছে না।'

তিনি আরও বলেন, 'এর আগেও আমার এই এলাকায় জলাবদ্ধতার অভিজ্ঞতা আছে। তবে এবারের অভিজ্ঞতা একেবারে নতুন।'

'এই প্রশ্নের উত্তর আমরা কার কাছে পাবো? ৩ দিনে আমাদের দুর্ভোগ দেখার জন্য সরকারের কেউই এলাকায় আসেনি।'

তিনি আরও বলেন, 'আমি গণমাধ্যমের খবরে দেখেছি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বাসভবনেও পানি উঠেছে… আমি বুঝতে পারছি না কী হচ্ছে?'

জলাবদ্ধতার কারণ জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোকে দায়ী করেন।

তিনি বলেন, 'সিডিএ শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ কারণে, তারা অনেক এলাকায় খাল ভরাট করেছে এবং অস্থায়ী বাঁধ তৈরি করেছে। খাল থেকে যাতে বৃষ্টির পানি সহজে নামতে পারে যে জন্য আমি তাদের বারবার বর্ষার আগে বাঁধ এবং মাটি সরিয়ে ফেলতে বলেছি।'

মেয়র আরও বলেন, 'বারবার তাগিদ দেওয়ার কারণে সিডিএ খালগুলো থেকে কয়েকটি বাঁধ সরিয়ে নিলেও খাল থেকে মাটি সরাতে পারেনি। এ কারণে খুব তাড়াতাড়ি নিচু এলাকার জলাবদ্ধতা কাটছে না।'

মেয়র রেজাউল বলেন, 'মেগা প্রকল্পের অংশ হিসেবে সিডিএ ৩৭টি খাল নিয়ে কাজ করছে।'

তবে, সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামসের বক্তব্য জানার জন্য মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ দে জানান, বৃহত্তর চট্টগ্রাম এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়েছে এ কারণে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও বলেন, 'আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের আকাশ পরিষ্কার হতে পারে।'
 

Comments

The Daily Star  | English
36 Days of July revolution

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

13h ago