টাঙ্গাইলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
টাঙ্গাইলের মির্জাপুরে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়নি। তবে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, বিকেলে একটি তেলবাহী ট্রেন ২৪টি বগি নিয়ে চট্টগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনে পৌঁছলে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে খাদে পড়ে।
মহেড়া রেল স্টেশন মাস্টার মো. শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, '৯৮১ নম্বর তেলবাহী ট্রেনটির একটি তেলের বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া লাইনচ্যুতের ঘটনাটি মেইন লাইনে না হওয়ায় রেল চলাচলা স্বাভাবিক রয়েছে।'
মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, 'তেলবাহী ট্রেনটি সম্ভবত ব্রেক সমস্যার কারণে লাইনচ্যুত হয়েছে। তবে, মেইন লাইন সচল থাকায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এখনো ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়নি।'
Comments