মুমিনুলকে বিশ্রামের চিন্তা উড়িয়ে দিলেন না সাকিব
টানা ৯ ইনিংস ধরে দুই অঙ্কের দেখা পাচ্ছে না মুমিনুল হক। গত ১৭ ইনিংসে তার ফিফটি পেরুনো স্কোর একটাই। চার নম্বর পজিশনে নেমে দিনের পর দিন তার ব্যর্থতা দলকে ফেলছে বিপদে। সদ্য সাবেক হওয়া এই অধিনায়ককে সাময়িক বিশ্রাম দেওয়া যায় কিনা এই প্রসঙ্গও উঠছে। প্রথম টেস্টের পর সেই সম্ভাবনা অধিনায়ক সাকিব আল হাসান উড়িয়ে দিলেন না।
টেস্টে বাংলাদেশের সফল ব্যাটারদের একজন মুমিনুল। সর্বোচ্চ ১১ সেঞ্চুরি এসেছে তার ব্যাটে। কিন্তু এখন সেঞ্চুরি দূরের কথা দুই অঙ্কেই যেতে পারছেন না মুমিনুল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিল কোন রান না করেই। দ্বিতীয় ইনিংসে মুমিনুল করতে পারেন কেবল ৪ রান। ০,২,৬, ৫, ২, ৯, ০,০, ৪- এই হচ্ছে তার সবশেষ ৯ ইনিংসের অবস্থা।
অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের কাছে ৭ উইকেটে হেরে আসার পর মুমিনুলের বিশ্রাম প্রসঙ্গে প্রশ্ন উঠলে সাকিব জানান, এরকমটা হতে পারে, 'এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটা হচ্ছে, ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে। এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। পরের দুই দিন আমাদের বিরতি আছে। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করব, ওই দিনই চিন্তা করব, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।'
Comments