বোলারদের নিয়ে অভিযোগ নেই, ব্যাটিং ডুবিয়েছে: সাকিব
বোলাররা বাংলাদেশকে ম্যাচে রাখার অনেক চেষ্টা করে গেছেন। একদম শেষ দিকেও খালেদ আহমেদ দেখিয়েছেন ঝাঁজ। তবে ব্যাটসম্যানরা এতই খারাপ করেছেন যে বোলারদের শত চেষ্টাও কাজে লাগেনি। অধিনায়ক সাকিব আল হাসান তাই রাখঢাক না রেখেই ব্যাটসম্যানদের সমালোচনায় মাতলেন।
অ্যান্টিগায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। একপেশে ফলের প্রেক্ষাপট তৈরি হয় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায়।
টস হেরে প্রথম ইনিংসে সফরকারীরা করতে পারে কেবল ১০৩ রান। ৬ জন আউট হন শূন্য রানে। মাত্র তিনজন যেতে পারেন দুই অঙ্কে।
দ্বিতীয় ইনিংসেও ছিল হতশ্রী ছবি। ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে দল। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে ১২৩ রানের জুটিতে সেই পরিণতি আটকান সাকিব। তবে হার বাঁচাতে পারেননি।
ম্যাচ শেষে ব্যাটারদের দিকে অভিযোগের তীর সাকিবের। বেশ কয়েকটি টেস্ট ধরে তাদের ব্যর্থতা একদমই মানতে পারছেন না অধিনায়ক, 'এটা একেবারেই গ্রহণযোগ্য না (প্রথম ইনিংসের ব্যাটিং)। আমাদের এটা নিয়মিত হচ্ছে (ব্যাটিং ধস)। গত চার-পাঁচটা টেস্ট ম্যাচে এটা বারবার হয়েছে। এটা গ্রহণযোগ্য না। ব্যাটসম্যানদের রান করার একটা পথ বের করতে হবে।'
'তারা রান করলে তবে একটা টেস্টে টিকে থাকা যায়। তখন বোলাররা খেলা জেতাতে পারে। এটা একদম সরল হিসাব যেটা নিয়ে আমাদের কাজ করা দরকার।'
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এক পর্যায়ে ছিল ৩ উইকেটে ১৯৭ রানে। পরে তাদের ২৬৫ রানে আটকে দেয় বাংলাদেশ। ফিল্ডাররা সুযোগ হাতছাড়া না করলে আরও ভালো হতে পারত। ৮৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমেও খালেদের তোপে ৯ রানে ৩ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। পরে সামলে নিয়ে ম্যাচ জিতে। বোলিংয়ের দিক থেকে তাই কোন খামতি দেখছেন না সাকিব, তার যত আক্ষেপ ব্যাটিং নিয়ে, 'আমার কোন অভিযোগ নেই (বোলিং নিয়ে)। আমাদের সব বোলার কঠোর পরিশ্রম করেছে। প্রতিদিন মাঠে এসে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কোন অভিযোগ নেই এই বিভাগ নিয়ে। কেবল ব্যাটিং আমাদের ডুবিয়েছে। আমি আশা করছি পরের ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসব।'
Comments