বোলারদের পারফরম্যান্স নিয়ে গর্বিত বাংলাদেশের প্রধান কোচ
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। খালেদ আহমেদের তোপে দ্বিতীয় ইনিংসেও ৯ রানের মধ্যে তারা তুলে নেয় ক্যারিবিয়ানদের ৩ উইকেট। ব্যাটারদের হতশ্রী দশায় হারের মুখে থাকলেও বোলারদের উজ্জ্বল পারফরম্যান্স নিয়ে গর্বিত টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষেই হার দেখতে পাচ্ছে বাংলাদেশ। ৮৪ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। জয়ের জন্য তাদের দরকার আর মাত্র ৩৫ রান। অন্যদিকে, সফরকারীদের তুলে নিতে হবে ৭ উইকেট। পরিস্থিতি বিচারে ম্যাচের পাল্লা পুরোপুরি ভারী স্বাগতিকদের দিকে।
প্রথম ইনিংসে এক পর্যায়ে ৪ উইকেটে ২২৪ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলাররা। মাত্র ৪১ রানে শেষ ৬ উইকেট শিকার করে প্রতিপক্ষকে তিনশর বেশ আগে অলআউট করে দেয় তারা। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ৪ উইকেট নেন ৫৯ রানে। ২ উইকেট করে শিকার করেন দুই পেসার খালেদ ও ইবাদত হোসেন।
প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশ করতে পারে ২৪৫ রান। ফলে ক্যারিবিয়ানদের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া যায়নি। তারপরও শুরুতে অবিশ্বাস্য কিছুর স্বপ্ন দেখান ডানহাতি পেসার খালেদ। পাঁচ বলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও রেমন রেইফারকে ফিরিয়ে দিয়ে নিজের পরের ওভারে তিনি তুলে নেন এনক্রুমা বনারের উইকেটও। তবে জন ক্যাম্পবেল ও জারমেইন ব্ল্যাকউডের অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতে সেই স্বপ্ন একরকম ফিকে হয়ে গেছে।
তৃতীয় দিনের খেলার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ডমিঙ্গো করেন বোলারদের বন্দনা, 'বোলাররা দুই ইনিংসেই অসাধারণ বল করেছে। প্রথম ইনিংসে যেভাবে বোলিং করেছে, এতটা ভালো বোলিং কমই দেখেছি আমি। এই পিচে ওদেরকে ২৬০ রানে (মূলত ২৬৫) আটকে ফেলা সত্যিই দুর্দান্ত পারফরম্যান্স। বোলারদের গত কয়েক দিনের পারফরম্যান্স নিয়ে তাই আমি গর্বিত।'
Comments