টানা বৃষ্টিতে প্লাবিত বাঘাইছড়ির নিম্নাঞ্চল

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয়রা বলছেন, বৃষ্টি ও ঢলের পানিতে কাচালং নদীর পানি বেড়ে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারের আশপাশের এলাকা এবং পৌরসভাসহ আমতলী ইউনিয়নের প্রায় ১০ টি এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে বিভিন্ন মাছের ঘের ভেসে যাওয়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখছেন তারা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এরমধ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মাষ্টার পাড়া, পুরান মারিশ্যা ও মধ্যম পাড়ার লোকজন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে। তাদের পালিত গবাদি পশু পার্শ্ববর্তী উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।'

পৌর মেয়র জমির হোসেনকে নিয়ে প্লাবিত এলাকা পরিদর্শনের কথা জানিয়ে শরিফুল ইসলাম জানান, উদ্ধার তৎপরতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও ট্রলারের ব্যবস্থা করা হয়েছে।

এদিনে টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলে জানান ইউএনও শফিকুল ইসলাম। বলেন, ভূমিধস থেকে বাঁচতে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার কিংবা আশ্রয়কেন্দ্রে চলে আসার অনুরোধ করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

5m ago