সিলেটে বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ নেতা টিটু চৌধুরীর মৃত্যু

টিটু চৌধুরী। ছবি: সংগৃহীত

সিলেটে যুবলীগ নেতা টিটু চৌধুরী বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সিলেট মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি জানান, সিলেট নগরীর টিলাগড়ের শাপলাবাগ আবাসিক এলাকায় আজ শনিবার সকালে বন্যার পানিতে টিটু চৌধুরীর বাসা প্লাবিত হয়। পরিবারের সদস্যদের নিরাপদে সরাতে পারলেও বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

টিটু চৌধুরীকে উদ্ধার করে সিলেট এমএজি উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments