ভারতে আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরলেন ২ নারী
ভারতে আড়াই বছর কারাভোগের পর ২ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
ভালো কাজের প্রলোভন দেখিয়ে আড়াই বছর আগে দালালরা যশোর সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করে।
সেসময় অনুপ্রবেশের অভিযোগে কলকাতা পুলিশ তাদের আটক করে। আদালত তাদের আড়াই বছরের কারাদণ্ড দেন। সাজা শেষে তাদের 'উথকিরিষ' মানবাধিকার সংস্থার হেফাজতে রাখা হয়।
পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশি কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বেসরকারি সংস্থা জাস্টিস এন্ড কেয়ার'র কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন ডেইলি স্টারকে বলেন, 'পাচারকারীদের শনাক্ত করতে পারলে পাচার হওয়া নারীদের আইনি সহায়তা দেওয়া হবে।'
Comments