বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ কি বিনা মূল্যে দেখতে পারবে ভক্তরা?

অনিশ্চয়তা এখনও কাটেনি। অ্যান্টিগায় আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা? এ নিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টেস্ট শুরু হতে যে আর কিছু ঘণ্টাই বাকি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সহ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। কিন্তু তারা এখনও কোনো দেশি কোনো টিভি চ্যানেলের কাছে তা বিক্রি করতে পারেননি।

গত কয়েকদিন ধরে আলোচনার টেবিলে স্থবিরতা অব্যাহত থাকায়, ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ম্যাচগুলো দেখানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে সেখানেও রয়েছে বাধা। ফলে অনিশ্চয়তা বাড়ছেই।

বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আজ ডেইলি স্টারকে জানিয়েছেন, 'আমরা ম্যাচগুলি দেখাতে চেয়েছিলাম এবং আমরা এখনও চেষ্টা করছি৷ তবে, বিসিবির অফিসিয়াল পেজগুলোতে জিও-ফেন্সিং নেই এবং তাই আমরা যদি আমাদের পেজে ম্যাচগুলো দেখাই তবে এটি অন্যরা (অন্যান্য দেশ থেকে) সম্প্রচার করতে পারে। অর্থাৎ একচেটিয়াভাবে (বাংলাদেশের দর্শকদের কাছে) দেখাতে সক্ষম হব না। এই সমস্যাটি সমাধান করা কঠিন হবে তবে আমরা এখনও এটি নিয়ে কাজ করছি।'
এদিকে আইসিসির সঙ্গেও আলোচনা করেছে বিসিবি, যাতে বাংলাদেশের নাগরিকরা আইসিসি টিভিতে বিনামূল্যে ম্যাচ দেখতে পারেন। কিন্তু আইসিসি টিভি প্ল্যাটফর্মে লাইভ দেখতে হলে দর্শকদের আইসিসি টিভিতে সাবস্ক্রাইব করতে হয়। যার জন্য খরচ দুই ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ টাকা।

সবচেয়ে বড় সমস্যা ব্যবধার করতে হবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড, যা নেই দেশের বড় অংশের মানুষের কাছে। ফলে সুযোগ থাকলেও খেলা দেখতে পারবেন না বাংলাদেশের সব দর্শক। তবে সিরিজটি যাতে সেখানে বিনামূল্যে দেখতে বাংলাদেশের মানুষরা, সে বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলছে বিসিবির। যদিও এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তবে ইতিবাচক কিছুই আশা করছে বিসিবি।

Comments

The Daily Star  | English

BIDA provides clarification on LNG agreement with US firm

Non-binding heads of agreement with Argent LNG marks first step in negotiation

22m ago