উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ১

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মো. সেলিম (৩০) নামে একজন নিহত হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার কুতুপালং পূর্ব ২ নম্বর ইস্ট ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএনের) অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

নিহত সেলিম রোহিঙ্গা ক্যাম্পের বি-৩/২ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে।

অধিনায়ক নাইমুল হক বলেন, বুধবার রাতে রোহিঙ্গাদের মধ্যে আধিপত্য বিস্তারকে মু্ন্না গ্রুপের লোকজন কথিত আরসা সদস্য সেলিমকে গুলি করে। পুলিশ ঘটনাস্হল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৩টায় তাকে ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Three of a family 'beaten to death' in Cumilla

Police say villagers beat them on suspicion of drug trading

59m ago