'জানি না ওর মনে কী আছে,' মোস্তাফিজের টেস্টে নিয়মিত হওয়া প্রসঙ্গে সাকিব

Shakib Al Hasan & Mustafizur Rahman
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

অনেক আলোচনা-সমালোচনার মাঝে মোস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন দুই টেস্টেই এই বাঁহাতি তারকা পেসারের খেলা প্রায় নিশ্চিত। তবে আগামীতে এই সংস্করণ নিয়ে মোস্তাফিজের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা তা জানা নেই অধিনায়ক সাকিব আল হাসানের। পাশাপাশি কোনো খেলোয়াড় নির্দিষ্ট কোনো সংস্করণকে অগ্রাধিকার দিলে সেই সিদ্ধান্তকেও সম্মান জানাতে বললেন তিনি।

আগামীকাল স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাল বলের কেন্দ্রীয় চুক্তিতে নেই মোস্তাফিজ। টেস্ট খেলতে অনাগ্রহের কথা বারবার উঠে এসেছে তার কথায়। তবে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম চোটে থাকায় গত মাসে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন সরগরম ছিল মোস্তাফিজের টেস্টে ফেরার আলাপে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সবারই চাওয়া ছিল মোস্তাফিজকে ওয়েস্ট ইন্ডিজ সফরের সাদা পোশাকের দলে নেওয়ার। শেষ পর্যন্ত তাদের প্রত্যাশাই পূরণ হয়েছে।

প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক সাকিব বলেন, একেক ক্রিকেটারের অগ্রাধিকারের জায়গা একেকরকম, 'দেখুন, একেকজনের পছন্দের ব্যাপারে একেকরকম অগ্রাধিকার থাকতেই পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নাই। মোস্তাফিজ যদি মনে করে, ওয়ানডে ও টি-টোয়েন্টি ওর অগ্রাধিকারের জায়গা, সে ওগুলোই খেলতে চায়, তাহলে ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান করা উচিত। যেহেতু ও এই সিরিজে আছে, সেহেতু আমি নিশ্চিত যে ও এই দুটি ম্যাচ খেলার জন্য অনুপ্রাণিত। আর এখন এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

ধারাবাহিকভাবে টেস্ট খেলা নিয়ে মোস্তাফিজের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে অন্ধকারে আছেন সাকিব, 'একজন অধিনায়ক হিসেবে যদি আমি চিন্তা করি, আমি এই দুটি ম্যাচ নিয়ে গভীর মনোযোগী। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও খুবই অনুপ্রাণিত ম্যাচগুলো খেলতে। তবে আপনি যদি লম্বা সময়ের কথা বলেন, তাহলে জানি না ওর মনে কী আছে বা ও টেস্ট খেলতে চায় কিনা। আমার যা মনে হয়, প্রত্যেক খেলোয়াড়ের কিছু ব্যক্তিগত অধিকারের জায়গা থাকে, কিছু পছন্দ থাকে, কিছু আরামের জায়গা থাকে, সেটাকে সম্মান করা উচিত।'

Comments

The Daily Star  | English

BIDA provides clarification on LNG agreement with US firm

Non-binding heads of agreement with Argent LNG marks first step in negotiation

19m ago