৪৩ রানে গুটিয়ে যাওয়ার উইকেট নয় এবার, বললেন সাকিব

ছবি: সংগৃহীত

চার বছর আগের ঘটনা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের বিপক্ষে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগার ব্যাটাররা। তাতে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহের বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। সেই একই ভেন্যুতে ফের টেস্ট খেলতে নামার আগে অধিনায়ক সাকিব আল হাসান বললেন, এবারের উইকেট আগের চেয়ে ভিন্ন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ক্যারিবিয়ানদের মাটিতে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

এই সিরিজ দিয়ে তৃতীয় দফায় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে ৩৫ বছর বয়সী সাকিবের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেসময় তার বয়স ছিল মাত্র ২২ বছর। ২০১৮ সালে তার দ্বিতীয় দফার নেতৃত্বও শুরু হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওই সফরেই ৪৩ রানে অলআউট হওয়ার দুঃসহ স্মৃতির জন্ম হয়েছিল বাংলাদেশের। কাকতালীয়ভাবে এবার নেতৃত্বের নতুন পর্বেও তারকা অলরাউন্ডার সাকিবের প্রতিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে অ্যান্টিগায় আগেরবারের বাজে অভিজ্ঞতার বিষয়টি ক্যারিবিয়ান এক সাংবাদিক তুলে আনলে সাকিব জবাব দেন, এবারের উইকেট হবে ব্যাটিংবান্ধব, 'আমি মনে করি, এটা একেবারেই ভিন্ন একটা উইকেট। চার বছর আগে আলাদা একটা উইকেট ছিল। আমার কাছে দেখে মনে হয়েছে, ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। চতুর্থ ইনিংসে ব্যাট করা অবশ্য কঠিন হবে। স্পিনাররা ছড়ি ঘোরাবে।'

যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার কথা জানিয়ে সাকিব আলাদা করে জোর দেন প্রথম ইনিংসে ভালো ব্যাটিংয়ের ওপর, 'প্রথম ইনিংসে আমরা কেমন ব্যাট করি সেটা গুরুত্বপূর্ণ হবে। সেটা যখনই আমরা ব্যাট করি না কেন। যদি আপনি ভালো খেলেন, তাহলে আগে ব্যাট বা বল যা-ই করেন না কেন, তা পার্থক্য তৈরি করবে না। আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। আমি মনে করি, ছেলেরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।'

Comments

The Daily Star  | English

BIDA provides clarification on LNG agreement with US firm

Non-binding heads of agreement with Argent LNG marks first step in negotiation

36m ago