স্বল্পমূল্যে ১ কোটি পরিবারকে দিতে ডাল-চিনি-তেল কিনছে সরকার

ছবি: স্টার

আগামী ঈদুল আযহার আগে ১ কোটি পরিবারের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে দেশীয় বাজার থেকে মসুর ডাল, চিনি ও ভোজ্যতেল কিনবে সরকার।

এ লক্ষ্যে আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ হাজার ৫০০ টন মসুর ডাল (প্রতি কেজি ১১৭ টাকা), চিনি ১৫ হাজার টন (প্রতিকেজি ৮১ টাকা) ও সয়াবিন তেল ১ কোটি ৯২ লাখ লিটার (প্রতি লিটার ২০১ টাকা) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, ঈদের আগে টিসিবির মাধ্যমে এই পণ্য স্বল্প মূল্যে ১ কোটি পরিবারের কাছে কার্ডের মাধ্যমে বিক্রি করা হবে।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago