জাবিতে মাস্টার প্ল্যান প্রণয়নসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

Jahangirnagar_University-logo.jpg

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাস্টার প্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণ করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।

গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- মাস্টার প্ল্যান প্রণয়ন, বর্তমান লাইব্রেরি ভবন না ভেঙে নতুন লাইব্রেরি নির্মাণ, শিক্ষকদের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবন ভেঙে সেখানে তাদের বেতন কাঠামোর সঙ্গে মানানসই নতুন ভবন নির্মাণ এবং প্রকল্পের ব্যয়ের স্বচ্ছতা ও মান নিশ্চিতে তদারক কমিটি গঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি। এ সময় তিনি বলেন, 'অংশীজনদের মতামতকে প্রাধান্য না দিয়ে প্রশাসন আগের মতো ছলচাতুরি ও স্বেচ্ছাচারী আচরণ বহাল রেখেছে। নতুন একাডেমিক ভবনের চিন্তা না করে আরেকটি প্রশাসনিক ভবন নির্মাণের আগ্রহ অবিবেচনাপ্রসূত। এমন পরিস্থিতিতে "দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর"র পুনর্জাগরন ছাড়া আর কোনো উপায় নেই।'

সংবাদ সম্মেলনে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কোনো মাস্টার প্ল্যান ছাড়াই এসব স্থাপনা নির্মাণে তাড়াহুড়ো করছে প্রশাসন। এটা হচ্ছে কীভাবে এই প্রকল্পের টাকা ব্যয় করা হবে তার হিসাব। এটা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মাণের মাস্টার প্ল্যান না। ফলে এখানে শুধু ভাঙা-গড়ার কার্যক্রম চলছে।'

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীনসহ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও চলচ্চিত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago