চলন্ত ট্রেনে সেলফি, স্কুলছাত্রের মৃত্যু

রোহান হোসেন। ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে চড়ে সেলফি তুলতে গিয়ে চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে রোহান হোসেন (১৬) উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

তার বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক ও মা রেহানা কুয়েতপ্রবাসী।

রোহানের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে চড়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা স্টেশন হতে উথলী স্টেশনে রওনা হয়েছিল।

কুষ্টিয়ার পোড়াদহের জিআরপির উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোহান চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলছিল। ট্রেন যখন বেলগাছী রেলক্রসিং পার হচ্ছিল স্থানীয়রা তখন রোহানকে পড়ে যেতে দেখেন।'

তিনি জানান, রোহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের হাটগোপারপুর পৌঁছলে তার অবস্থার আরও অবনতি ঘটে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago