বড়পুকুরিয়া দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪০ বার পেছাল

khaleda-zia
খালেদা জিয়া। স্টার ফাইল ফটো

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারো মুলতবি করেছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এএসএম রুহুল ইমরান আজ সোমবার এ আদেশ দেন।

এ নিয়ে ৪০ বারের মতো শুনানির তারিখ পেছাল বলে আদালত সূত্রে জানা গেছে।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দ্য ডেইলি স্টারকে জানান, আজ বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে আদালতে অভিযোগ গঠনের শুনানির মুলতবি চেয়ে আবেদন করার পর এ আদেশ দেওয়া হয়।

খালেদা জিয়ার অনুপস্থিতে তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতে প্রতিনিধিত্ব করেন।

আজকের শুনানির সময় বিএনপি নেতা ড. খোন্দকার মোশাররফসহ ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী পিটিশিন আবেদন জমা দেওয়ার পর অনুপস্থিত ছিলেন।

আরেক আসামি মো. সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেছিল।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

35m ago