১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি। স্টার ফাইল ছবি

এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ৯টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি বোর্ডে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন অংশ নেবে।

Comments

The Daily Star  | English

Bad loans hit alarming record

Awami League-affiliated businesses had already put the country’s banking sector in trouble with huge bad debts, but the loans disbursed through irregularities to these companies turned sour even at a more alarming pace after the party’s ouster.

5h ago