মত প্রকাশ-গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি: মার্কিন দূতাবাস

us-embassy_ds_collected.jpg
ছবি: সংগৃহীত

আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্র ও মানুষের অধিকারের মূল ভিত্তি।

আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, 'ভোট দেওয়ার জন্য নির্বাচনে যাওয়া, দুর্নীতি প্রকাশ করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা কিংবা একটি সাধারণ কারণে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা—মানুষ ও বেসরকারি সংগঠনগুলো প্রতিদিন গণতন্ত্রের এসব মৌলিক নীতিগুলোকে প্রাণবন্ত করে তোলে ও রক্ষা করে।'

মার্কিন দূতাবাসের মতে, নাগরিক ও বহুত্ববাদী সুশীল সমাজের সমালোচনামূলক ভূমিকা সম্পর্কে এই দৃঢ় প্রত্যয়ই জাতিসংঘের মানবাধিকার রক্ষাকারীদের ঘোষণার প্রেরণা।

১৯৯৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ঐকমতের মাধ্যমে নেওয়া ঘোষণাপত্রে বলা হয়, 'স্বতন্ত্রভাবে ও অন্যদের সঙ্গে সহযোগিতায় প্রত্যেকেরই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা ও বাস্তবায়নের জন্য প্রচার ও প্রচেষ্টার অধিকার রয়েছে।'

'প্রতিশোধের ভয় ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিটি দেশে জনগণকে স্বাধীন হতে হবে।'

প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'কোনো গণতন্ত্রই নিখুঁত কিংবা চূড়ান্ত নয়। প্রতিটি অর্জন, প্রতিটি বাধা পেরিয়ে যাওয়ার মাধ্যমেই অবিরামভাবে গণতন্ত্রের জন্য কাজ করতে হবে।'

Comments

The Daily Star  | English
Bangladesh's economic growth

Are rising exports, remittance the cure?

December has brought some good news! Remittance hit a record high, taking the total for the 2024 calendar year to $26.87 billion. Exports surged too, pushing the final annual figure to $50 billion.

1d ago