বিএনপি সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে: হানিফ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডুবাইচর এলাকায় আ. লীগের কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুব উল আলম হানিফ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নানান সময়ে নানান কথা বলে, তারা সকালে এক কথা বলে, বিকেলে এক কথা। এ ধরনের মিথ্যাচার করতে করতে মানুষের কাছে তারা প্রতারক দল হিসেবে চিহিৃত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ডুবাইচর এলাকায় আ. লীগের কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির নির্বাচনে অংশ নেওয়া নিয়ে হানিফ বলেন, 'তারা বলে নির্বাচনে অংশ নিবে না। বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় প্রতীক বাদ দিয়েই নিচ্ছে। আসলে জনগণের কাছে ভোট চাওয়ার জন‌্য তাদের কিছুই নেই। হাওয়া ভবন বানিয়ে আ. লীগের ওপর অত্যাচার করেছিল। দেশের জন‌্য কী কাজ করেছে তা দেখাতে পারে না। এটা বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য।'

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আ. লীগ জয়ের ব্যাপারে মাহবুব উল আলম হানিফ বলেন, 'যেকোনো নির্বাচনেই আ. লীগ জয়ের ব্যাপারে আশাবাদী। গত ১৩ বছর শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করেছে তার কারণে দেশের জনগণ  সব নির্বাচনে নৌকায় ভোট দেবে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার জয় হবে ইনশাআল্লাহ।'

Comments