বাজেটে গুরুত্ব পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’

স্টার অনলাইন গ্রাফিক্স

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈশ্বিক অতিমারির দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধারকে সামনে রেখে রাজস্ব প্রবৃদ্ধির পাশাপাশি অর্থনীতিতে গতিসঞ্চারের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

একইসঙ্গে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি গ্রহণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখা, স্থানীয় শিল্পের বিকাশ, প্রতিরক্ষণ ও বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানিমুখী ও ভারী শিল্পের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান, 'মেড ইন বাংলাদেশ' শ্লোগান অব্যাহত রাখাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এসময় দেশীয় শিল্প, বাণিজ্য ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য আমদানি পর্যায়ের শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর সংক্রান্ত প্রস্তাব প্রদানের ক্ষেত্রে কতগুলো বিষয় বিবেচনায় নেওয়ার কথা জানান তিনি। সেগুলো হলো-

করোনাভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক অতিমারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়, রপ্তানিমুখী শিল্প বহুমুখীকরণ এবং তার পশ্চাদসংযোগ শিল্পে প্রণোদনা এবং স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ইলেক্ট্রনিক্স, আইসিটি খাত ও ভারী শিল্পের বিকাশ ও উন্নয়ন, সহজতর ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন এবং স্থানীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণে আমদানি পর্যায়ের শুল্কহার যৌক্তিকীকরণের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব (মূল্য সংযোজন কর ও আয়কর) আহরণ বৃদ্ধি ইত্যাদি।

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

10h ago