সাভারে সড়ক দুর্ঘটনা: চিকিৎসাধীন আরেক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

ছবি: সংগৃহীত

সাভারে সড়ক দুর্ঘটনায় আহত পরমাণু শক্তি কমিশনের আরও একজন বৈজ্ঞানিক কর্মকর্তা মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় ৪ বৈজ্ঞানিক কর্মকর্তাসহ ৬ জন প্রাণ হারালেন।

পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফয়জুল ইসলাম আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ফারহানা ইসলাম সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার বিকেল ৩ টায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বুধবার দিবাগত রাত ১২টায় আইসিইউতে তার মুত্যৃ হয়।

গত রোববার সকাল ৯টার দিকে উপজেলার বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গরু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এরপর সড়ক বিভাজনী পার হয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসকে ধাক্কা দেয়। এতে ৪ জন নিহত হন। তাদের মধ্যে ৩ জন পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা। তারা হলেন—আরিফুজ্জামান, পূজা সরকার ও কাউসার আহমেদ। অন্য একজন হলেন ট্রাকচালক। চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে যাত্রীবাহী বাসের চালকও নিহত হন।  

Comments